ইউটিউবের যেকোনো ভিডিওর ট্যাগ,টাইটেল, ডেসক্রিপশন এবং থাম্বনেইল ১০ সেকেন্ডে কপি করুন

 ইউটিউবে খুব সহজেই যেকোনো ভিডিওর ট্যাগ,,টাইটেল,, ডেসক্রিপশন কপি করে নিজের ভিডিও তে বসাতে পারেন তা নিয়েই এই আর্টিকেল।

তাছাড়া আপনি অন্য যেকোনো ভিডিওর থাম্বনেইল ও খুব সহজেই এবং ২০ সেকেন্ডের মাঝেই ডাউনলোড করে নিতে পারবেন।

অর্থাৎ উপরের সবগুলো সুবিধা কেবল মাত্র একটি আ্যাপ এর মাঝেই পাবেন।

আপনাকে ট্যাগ,,টাইটেল,,ডেসক্রিপশন,,এবং থাম্বনেইল কপি বা ডাউনলোড একটি মাত্র আ্যাপ্লিকেশন এর মাধ্যমে মাত্র কয়েক সেকেন্ডের মাঝেই করতে পারবেন। আর হ্যা খুব ইজিলি করতে পারেন কোনো প্রকার জামেলা ছাড়াই।

যদি আপনি সহজেই ইউটিউব ভিডিও রেংক করাতে চান তাহলে এই টপিক এর সম্পূর্ণ লেখা আপনি অবশ্যই পড়বেন।


উপরোক্ত সুবিধা গুলো পেতে হলে-

Ytag Pro 


  • সর্বপ্রথম আপনাকে Google Playstore এ যেতে হবে।তারপর সার্চ অপশন থেকে সার্চ করতে হবে " Ytag Pro

তারপর ছবিতে দেখানো আ্যাপটি ইনস্টলেশন করবেন।


  • ইন্সটল এর কাজ হয়ে গেলে আ্যাপ এ ডুকবেন।আ্যাপ এ ডুকার পর বিভিন্ন এক্সেস এবং পারমিশন চাইবে এবং তাদের শর্তগুলো লেখা থাকবে।আপনি চাইলে শর্ত,কন্ডিশন গুলো পড়ে নিতে পারেন এবং তারপর সব এক্সেস Ok,,Allow করে দিবেন ইচ্ছে হলে Dismiss করেও দিতে পারবেন।


  • তারপর আপনি যেই ভিডিও এর ট্যাগ কপি করতে চান আপনি ইউটিউব থেকে ঐ ভিডিওর লিংক টা কপি করে নিবেন আপনাট ফোনে।

লিংক কপি হয়ে যাবার পরে আপনি আবার চলে যাবেন " Ytag Pro" আ্যাপ এ।

  • আ্যাপ এ ডুকার পর আপনি ট্যাগ লিংকের আইকনে ক্লিক করবেন তারপর আপনাকে অন্য পেইজে নিয়ে যাবে।।ঐ পেজে যাবার পরে আপনি সুন্দর মতোন  "TAG" এ ক্লিক করে কপি করে রাখা লিংক টা দিয়ে দিবেন।তারপর আপনার সামনে আগের ভিডিওর সকল ট্যাগ চলে আসবে।আপনি চাইলে ইচ্ছে মতো ট্যাগ সিলেক্ট করে তারপর সেগুলো কপি করতে পারবেন।তাছাড়াও আপনি চাইলে Copy All এ ক্লিক করে সবগুলো একসাথে কপি করতে পারবেন।আমি পার্সোনালি রিকোমান্ড করবো আপনি ট্যাগ গুলো সব কপি করে নিবেন। এবং তারপর সেগুলো নোটপ্যাড এ পেস্ট করে চেক করবেন ঐট্যাগ গুলোতে যদি পুরাতন  সাল দেওয়া থাকে তাহলে উক্ত বছরের সাল বসিয়ে দিবেন।


  • আবার আপনি ঠিক একই ভাবে ভিডিওর টাইটেল,,ডেসক্রিপশন কপি করতে চাইলে ঐভাবেই সেইম প্রসেসে লিংক পেস্ট করে সার্চ করবেন এবং কপি করে নিবেন। 

তাছাড়া থাম্বনেইল ডাউনলোড করতে চাইলেও সেইম ভাবেই লিংক পেস্ট দিয়ে সার্চ করলে থাম্বনেইল আসবে

আপনি শুধু ইচ্ছে মতো রেজুলেশনে ডাউনলোড করে নিবেন।

আল আমীন রানা-

আমি একজন ছোটখাটো কন্টেন্ট রাইটার এবং কন্টেন্ট ক্রিয়েটর।ফেইসবুক, ইউটিউব ওয়ার্ড প্রেস,ব্লগার সহ মার্কেটপ্লেসের বাইরেও টুকটাক নানান ধরনের কাজ করে থাকি।

1 Comments

Post a Comment
Previous Post Next Post