জনপ্রিয় এবং সেরা মোবাইল ফটো এডিটিং আ্যাপ

 ছবি এডিটিং এখন বর্তমানে অনেক জনপ্রিয়তার মাঝে রয়েছে। 

আপনার যেকোনো সাধারন ছবি এডিটিং এর মাধ্যমে সেটি আরো অনেক বেশি সুন্দর করে তুলতে পারেন।।

ছবি এডিটিং এর জন্য বর্তমানে টেক দুনিয়ায় বেশ কিছু মোবাইল আ্যাপ রয়েছে। যেগুলোর মাধ্যমে আপনি খুব অল্প সময়ে এবং খুব সহজেই অনায়াসে অনেক সুন্দর ছবি এডিটিং করতে পারবেন।

এই আর্টিকেলে  জনপ্রিয় কিছু মোবাইল আ্যাপ দেখাবো যেগুলো দিয়ে আপনি সহজেই যেকোনো ছবি কে সুন্দর এবং মনের মতো এডিটিং করে নিতে পারেন।

ফটো এডিটিং আ্যাপ্লিকেশন গুলোর লিস্ট নিচে দেওয়া হলোঃ

  • Picsart Photo & Video   Editor 
  • Snapseed
  • Photo Editor Pro
  • Adobe Lightroom: Photo  Editor
  • Photo Lab Picture Editor  & Art
  • VSCO: Photo & Video  Editor


Picsart Photo & Video Editor



এটি হলো ফটো এডিটিং এর সবচেয়ে বেশি ব্যাবহৃত আ্যাপ।যেকোনো ছবি খুব সহজেই এডিটিং করতে পারবেন এটির মাধ্যমে। "PicsArt, Inc. Photography"পাবলিশার কম্পানি থেকে আ্যাপ টি পাবলিশ করা হয়েছে। গুগল প্লেস্টোর এ এর রেটিং রয়েছে  ৪.২|

এটি 500M+ Editors' ডাউনলোড করেছে 

--------------------------

Photo Editor Pro



এটি আরেকটি জনপ্রিয় ফটো এডিটিং আ্যাপ।

InShot Inc. Photography পাবলিশার কম্পানি থেকে আ্যাপ টি পাবলিশ করা হয়েছে। এটির রেটিং আছে 4.9। গুগল প্লে স্টোর থেকে এটি100M+ ডাউনলোড করা হয়ছে। 

--------------------------

Snapseed



এটি সবচেয়ে বেশি জনপ্রিয় গুলোর মাঝে এটি এডিটিং আ্যাপ।

Google LLC Photography পাবলিশার কম্পানি থেকে আ্যাপ টি পাবলিশ করা হয়েছে।এটির রেটিং আছে 4.4। 100M+ ডাউনলোড করা হয়েছে। 

--------------------------

Adobe Lightroom: Photo Editor



২০২২ সালে এটি সবচেয়ে বেশি জনপ্রিয় এডিটিং আ্যাপ।

Adobe Photography পাবলিশার কম্পানি থেকে আ্যাপ টি পাবলিশ করা হয়েছে।এটির রেটিং আছে 4.6 ★

100M+Editors' ডাউনলোড করেছে। 

--------------------------

Photo Lab Picture Editor & Art




এডিটিং টুলস এর মাঝে ভালো একটি আ্যাপ হলো এটি।

Linerock Investments L...পাবলিশার কম্পানি থেকে আ্যাপ টি পাবলিশ করা হয়েছে। এটির রেটিং আছে 4.6*

গুগল প্লে স্টোর থেকে এটি100M+ ডাউনলোড করা হয়ছে।

--------------------------



VSCO: Photo & Video Editor

প্রফেশনাল ফটোগ্রাফার রা এটি ব্যাবহার করে থাকে।

VSCO Photography পাবলিশার কম্পানি থেকে আ্যাপ টি পাবলিশ করা হয়েছে।

আল আমীন রানা-

আমি একজন ছোটখাটো কন্টেন্ট রাইটার এবং কন্টেন্ট ক্রিয়েটর।ফেইসবুক, ইউটিউব ওয়ার্ড প্রেস,ব্লগার সহ মার্কেটপ্লেসের বাইরেও টুকটাক নানান ধরনের কাজ করে থাকি।

Post a Comment (0)
Previous Post Next Post