এন্ড্রয়েড মোবাইলের জন্য সবচেয়ে জনপ্রিয় এবং ডিবাইসের জন্য গুরুত্বপূর্ণ কিছু আ্যাপ্লিকেশন রয়েছে। যেগুলো আপনার ফোনের জন্য অত্যন্ত প্রয়োজনীয়। তাছাড়া এসব আ্যপ্লিকেশন
না থাকলে আপনার ফোনে নানান রকমের সমস্যা হবে।অন্যদিকে এসব আ্যাপ গুলো আপনার ফোনে ইন্সটল থাকলে আপনার মোবাইল টি সুন্দর মতোন চলবে এবং নিরাপদ থাকবে।তাছাড়াও ফোনের স্পিড বেশি থাকবে সবসময়।
তো সবগুলো আ্যাপ এর নাম এবং সংক্ষিপ্ত বর্ণনা দেওয়া হলোঃ
- Playstore
যেকোনো এন্ড্রয়েড ডিবাইসের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ আ্যাপ হলো প্লেস্টোর।
অর্থাৎ প্লে স্টোর এ মোবাইল ব্যাবহৃত সকল আ্যপ্লিকেশন গুলো থাকে এবং এখান থেকে যেকোনো আ্যাপ ডাউনলোড এবং ইন্সটল করতে পারবেন।
তাছাড়া আপনি "Playstore " থেকে বিভিন্ন বই এবং মুবি কিনে বা সাবস্ক্রিপশন নিয়ে অনলাইনে দেখতে পারবেন।
- Google Chrome-Defult browser
আপনার ফোনে যদি ইন্টারনেট কানেকশন ব্যাবহার করতে চান বা অনলাইনের সুবিধা ভোগ করতে চান তাহলে আপনাকে ফোনে অবশ্যই একটি ব্রাউজার রাখতেই হবে।তবে সেটি গুগুল ক্রোম ব্রাউজার হলে সব থেকে বেশি সুবিধা হবে আপনার জন্য।
- Android Assistance
এটি হলো সবচেয়ে বেশি সুবিধা জনক একটি আ্যাপ।Android Assistance এর মাধ্যমে আপনি ফোনের জাংক ফাইল এবং সকল ক্যাচ ফাইল একসাথে অটোমেটিক ভাবে ডিলেট করতে পারবেন।
তাছাড়া ফোনের স্পিড ও বাড়বে।আগের মতোন।এই আ্যাপটির মাধ্যমে ফোনেী যাবতীয় অপ্রয়োজনীয় সকল ডাটা ডিলেট হবে।যার ফলে স্টোরেজ বাড়বে।ডিবাইস বেশি কার্যকরী হবে।
- YouTube-ইউটিউব
ইউটিউব হলো বিশ্বে ১ নম্বর ভিডিও প্লাটফর্ম।যেখান থেকে পৃথিবীতে যত প্রকার ভিডিও আছে তার ৯৫% ভিডিও পাবেন
আপনার ফোনে ইউটিউব না থাকলে আপনি ঠিকমতো কোনো ভিডিও দেখতে পারবেন না।আবার কোনো কিছু জানার জন্য বা বিনোদন এর জন্য ভিডিও দেখতে হলে ইউটিউব মাস্ট বি লাগবেই।
