Daraz বর্তমানে বাংলাদেশের একমাত্র এবং সবচেয়ে বড় অনলাইন শপ।যেখানে আপনি যেকোনো মুহুর্তে বাংলাদেশের যেকোনো স্থান থেকে যেকোনো পন্য অর্ডার করতে পারবেন এবং তা ২-৭ দিনের মধ্যেই পেয়ে যাবেন।অথবা যদি সেটি বিদেশি সেলার হয়ে থাকে তাহলে আপনার কাঙ্ক্ষিত প্রডাক্টটি ২২-২৮ দিনের মাঝেই পেয়ে যাবেন।তো দারাজে কিভাবে পন্য অর্ডার করবেন করবেন তা শুরু থেকে শেষ পর্যন্ত সবটা দেখানো হবে।তাই ব্লগ পোস্টটি পড়তে থাকুন।
দারাজে প্রোডাক্ট কিনতে চাইলে কিছু স্টেপ ফলো করে কাজ করতে হবে।স্টেপগুলো হলো-
- Daraz-দারাজ আ্যাপ ইন্সটল
- Accunt Create
- Profile data Setup
- Add product to cart
- Check out
- Confirm Payment
★★Daraz-দারাজ আ্যাপ ইন্সটল-
দারাজে প্রোডাক্ট কেনার জন্যে সর্বপ্রথম আপনাকে Plaustore অথবা Apple Store থেকে Daraz আ্যাপটি ইন্সটল করে নিতে হবে।
আপনি স্মার্ট ফোন ব্যাবহার কারী হলে "Playstore" থেকে দারাজ আ্যাপটি ডাউনলোড এবং ইনস্টলেশন করবেন।আর যদি আপনি আইফোন ইউজার হয়ে থাকেন তবে "Apple Store" থেকে আ্যাপটি ডিবাইসে ইন্সটল করে নিবেন।
★★Accunt Create-
আ্যাপ ডাউনলোড হয়ে গেলে আ্যাপ এ ডুকবেন এবং আ্যাপ থেকে তারপর ছবিতে দেখানো মতো "Login/Sign UP" এ ক্লিক করবেন।
তারপর আপনি ছবিতে দেখানো মতোন যদি মোবাইল নাম্বার দিয়ে একাউন্ট করতে চান তাহলে মোবাইল নাম্বার দিয়ে "Slide to get sms code" এ ক্লিক করে কোড বসিয়ে একাউন্ট করে নিবেন।
আর যদি ফেইসবুক বা গুগল একাউন্ট এর মাধ্যমে খুলতে চান তাহলে চিহ্নিত করা Facebook /Google এ ক্লিক করে আইডি কনফার্ম করে একাউন্ট খুলে নিবেন।
★★Profile data Setup-
আপনার একাউন্ট খোলা হয়ে গেলে আপনি আপনি আ্যাপের ডানপাশে নিচে "Accunt" এ ক্লিক করবেন।
তারপর আপনি " Settings" আইকন এ ক্লিক করবেন এবং তারপর আপনি ঐখান থেকে আপনার যাবতীয় তথ্য গুলো দিয়ে নিবেন।যেমন আপনার নাম, এড্রেস,মোবাইল নম্বর ইত্যাদি।
★★Add product to cart-
আপনি আপনার পছন্দ মতো প্রডাক্ট বাছাই করে "Add product to cart" এ ক্লিক করবেন।যার ফলে ঐ প্রডাক্ট টি আপনার কার্টে যুক্ত হয়ে থাকবে।এবং আপনি কার্ট থেকে পেমেন্ট করতে পারবেন।
★★Check out-
আপনার "Cart" এ যেসব পন্য এড করেছেন তার মাঝে যেগুলো অর্ডার করবেন সেগুলো সিলেকশন করে তারপর "Check out " দিলেই পরের পেইজে নিয়ে যাবে।
★★Confirm Payment-
Check out দেবার পরের কাজ হলো পেমেন্ট কনফার্ম। আপনি এই পেজে সব তথ্য গুলো দেখে নিশ্চিত হয়ে তারপর "Confirm Payment" এ ক্লিক করবেন এবং তারপর আপনি বিকাশ, রকেট,ভিসা,মাস্টার কার্ডের মাধ্যমেে এবং ক্যাশ অন ডেলিভারিতে পেমেন্ট করতে পারেন।এবং নির্দিষ্ট কার্যদিবসের মাঝে আপনার পন্য হাতে পেয়ে যাবেন।
Thanks for your help
ReplyDelete