ক্যানন ডিএসএলআর ক্যামেরার সম্পর্কে বিস্তারিত।

ক্যানন ডিএসএল আর ক্যামেরার বিভিন্ন ফিচার এবং বিস্তারিত।

আপনি যদি "Canon Camera" ব্যাবহারকারী হয়ে থাকেন তাহলে এই পোস্ট আপনার জন্য। এই আর্টিকেলে ক্যানন ক্যামেরা সম্পর্কে মোটামুটি বিস্তারিত আলোচলা করা হবে।

 

ক্যামেরার মূল কিছু ফিচার বা প্রধান যেসকল অংশ গুলো রয়েছে সবগুলো একটি করে বিস্তারিত জানতে চাইলে পোস্টটি পড়তে থাকেন।


★★★ক্যামেরা কেনার আগে প্রধান যেসকল বিষয় লক্ষ রাখতে হবে তা হলো-

  • Camera Sensor-ক্যামেরা সেন্সর
  • Display-ডিসপ্লে
  • ISO- International Organization for Standardization
  •  Battery- ব্যাটারি
  • Processor- প্রসেসর



★Camera Sensor-ক্যামেরা সেন্সরঃ


যেকোনো ক্যামেরার সবচেয়ে প্রধান এবং গুরুত্বপূর্ণ অংশ হলো ক্যামেরা সেন্সর।সেন্সরের মাধ্যমে যেকোনো ছবির প্রতিচ্ছবি তুলে নেয় সেন্সর এবং সেটি

 ক্যামেরার প্রতিচ্ছবি হিসাবে প্রসেসিং করে আমাদের দেয়।যেকোনো ক্যামেরায় সেন্সর যত বেশি ভালো ততো সুন্দর ছবি ক্যাপচার হবে।সাধারণত ক্যানন ক্যামেরা গুলো বাজেট বা মিড রেঞ্জের যেসকল ক্যামেরা রয়েছে সেগুলোতে "CMOS SENSOR " ব্যাবহার করা হয়ে থাকে।এছাড়াও সেন্সর যত বেশি মেগাপিক্সেলের হবে ছবি বা ভিডিও ততোবেশি শার্পনেস হবে এবং ডিটেইলস পাওয়া যাবে।


★Display-ডিসপ্লে



ক্যামেরায় ডিসপ্লে ছাড়া ছবি দেখতে পারবেন না তাই ক্যামেরায় ডিসপ্লে থাকা তো আবশ্যক। কিন্তু আপনি যদি ভালো মতো এবং সুবিধা মতো এঙ্গেলে ছবি বা ভিডিও শট নিতে চান তাহলে আপনাকে এমন একটি ডিসপ্লে সহ ক্যামেরা কিনতে হবে যেটির ডিসপ্লে হবে মিনিমাম ৪" ইঞ্চি। তাছাড়াও ডিসপ্লে তে টাচ এবং ৯০°/ ৩৬০° রোটেশন সিস্টেম থাকতে হবে যাতে করে আপনি টাচ এর মাধ্যমে সহজেই ব্যাবহার করতে পারেন এবং ডিসপ্লে রোটেশন করে ইচ্ছে,সুবিধাজনক ভাবে কাজ করতে পারেন।


★ISO- International Organization for Standardization 



ক্যামেরায় ছবি বা ভিডিও করার ক্ষেত্রে ISO সবচেয়ে গুরুত্বপূর্ণ একটু অংশ। ক্যামেরায় ISO যত বেশি হবে আপনি Low Light এ ততোবেশি শার্পনেস ছবি তুলতে পারবেন।আর যদি ISO কম হয় তাহলে ছবিতে নয়েজ আসবে অনেক বেশি।

ক্যাননের বিভিন্ন ক্যামেরা গুলোতে ISO সাধারনত ৬৪০০-১২০০০-২৫০০০+ পর্যন্ত হয়ে থাকে।


 ★Battery- ব্যাটারি



ক্যামেরায় সাধারণত ব্যাটারির চার্জ স্থায়িত্ব এর উপরে নির্ভর করে আপনি কতগুলো ছবি বা ভিডিও শট নিতে পারবেন।যদি ব্যাটারির আ্যাম্পিয়ার কম থাকে তাহলে চার্জ তারাতাড়ি শেষ হয়ে যাবে।ক্যাননের ক্যামেরায় ব্যাসিক্যালি LP-e9,,Lp-e8,LP-e7,,Lp-e6 এমন রেঞ্জের ব্যাটারি দেওয়া হয়।


★Processor- প্রসেসর



প্রসেসর হলো ক্যামেরার অনেক গুরুত্বপূর্ণ পার্ট।প্রসেসর যত ভালো এবং আধুনিক হবে ক্যামেরা ততোবেশি ছবি প্রসেসিং করতে পারবে এবং ক্যামেরা ততো বেশি ক্যানন ডিএসএল আর ক্যামেরার বিভিন্ন ফিচার এবং বিস্তারিত।

আপনি যদি "Canon Camera" ব্যাবহারকারী হয়ে থাকেন তাহলে এই পোস্ট আপনার জন্য। এই আর্টিকেলে ক্যানন ক্যামেরা সম্পর্কে মোটামুটি বিস্তারিত আলোচলা করা হবে।


আরো পড়ুন- কিভাবে ফেইসবুক মার্কেট প্লেসে প্রোডাক্ট কেনা বেঁচা করবেন।

আল আমীন রানা-

আমি একজন ছোটখাটো কন্টেন্ট রাইটার এবং কন্টেন্ট ক্রিয়েটর।ফেইসবুক, ইউটিউব ওয়ার্ড প্রেস,ব্লগার সহ মার্কেটপ্লেসের বাইরেও টুকটাক নানান ধরনের কাজ করে থাকি।

Post a Comment (0)
Previous Post Next Post